কবিতা: মনের কথা

মনের কথা 

(For all of us never-content human beings)


আসা-যাওয়ার মাঝে এইটুকু তো জীবন,

তবু যেন মানে না এ অবুঝ মন । 

এসেছিনু এই মায়ার কোলে কি বা নিয়ে হাতে?

মোর লোভের-সিন্দুক যাওয়ার সময় পারবো কি নিয়ে যেতে?

তবু মানে না মন, চাই যে সারা-বিশ্বের ধন;

এ তৃষ্ণা মেটাতে মোর নিপাত যাক এমনকি সব জন!

নিঃশ্বাসে ক্লান্তির ছায়া, হিয়াতে মোর কত না-পাওয়া ;

তবু সব হতাশা যায় যে উবে, লোকে আমার চরণ চুমে -

আমি যে রাজার রাজা, মুকুটে মোর খ্যাতির-পালক গোঁজা!

তাই জীবন যায় যাক, লোকের মনটা থাক;

সম্মান যে বড়ো কথা, থাক না আমার মনের কথা ।


বিদ্বানেরা গেছেন বলে,

জীবনের সিন্ধুতটে হাঁটি রে সব অজ্ঞাতের তরে,

কুড়িয়ে নে রে মনি-মুক্তো-ঝিনুকমালা, যাহা সিন্ধু বয়ে আনে ।

থাকলো সাথে কিছু পাথর-নুড়িও, যাহা তোরে আঘাত করে,

ক্ষত যদি পাস নারে তুই, কেমনে বুঝবি কারে তৃপ্তি বলে?

তাই তো আমার মুক্তোরাশি কুড়াই আমি পোষায়ে মন,

হোক না সেসব খুঁতে ভরা, সঞ্চয়েতে দিনের শেষে চাই যে আমার সর্বাধিক ধন!

শ্রেষ্ঠ আমি সবার চোখে, সবার গুণ-কীর্তনে,

পাগল-প্রেমিক মনীষীরা সমাজেরে নাহি জানে ।

সম্মান যে মা-লক্ষ্মী আনে, জানে কি তাহা দার্শনিকে ?

রোজ গেয়ে গান হৃদয়ের তাণপুরাতে,

পেলো কি ধন ওরা আমার মতো জীবনের গোধূলিতে?

থাক মনে তাই গভীর শূন্যতা, তাতে যদি হয় হোক জীবন বৃথা,

সম্মান যে বড়ো কথা, থাক না মনের কথা ।


~ইমরান 

Comments

Popular Posts